বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০১৯ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. article
  2. Artist
  3. কবিতা
  4. কলাম
  5. গল্প
  6. গুণীজন

অধর জাদু!

প্রতিবেদক
রুদ্র আমিন
নভেম্বর ৭, ২০১৯ ৪:৪৫ অপরাহ্ণ
অধর জাদু

এ কেমন জাদু বল্‌…?
ঝলসে যাও শরীরের স্নায়ু যন্ত্রণা
ফোসকায় বন্দি হওয়া জলের অগ্নিশিখা
গভীর অন্ধকারে হারিয়ে যাওয়া দু’চোখ
কালমেঘে ঘিরে ফেলা আকাশের অবিরত কান্না
তোর একটু স্পর্শে নির্বাক হয়ে যায়!

অধরা, একেমন জাদু বল্…?
তোর স্পর্শেই কেটে যায় পৃথিবীর গন্ধ।

সর্বশেষ - গল্প