১।
বিয়ের পর প্রেম আসে, প্রেয়সী আসে
পরকিয়া ছাড়া কেউ ভালোবাসে না মন,
আচ্ছা এ ক্যামন মায়ার বাঁধন?
২।
মনে মনে মন মিলে
দেহের সাথে দেহ
যত দূরেই থাকো তুমি
বুঝবে না কেহ
৩।
আলোর পাশে কাটিয়ে দিন
দেখি গহীন অন্ধকার
মন্দের পাশে থেকে থেকে
ভাবি আমি কোথাকার?
৪।
মুখভর্তি বেদন বায়ু
বুক ফুলিয়ে যায়
সংকুচিত হৃদয় আবার
চোখ মেলে তাকায়
৫।
ধুর ছাই তোর হুলের আঘাত
কোন ভরসায় খাই,
দিনের বেলা যেমন তেমন
মনের বেলায় নাই!