আমি উলঙ্গ হলেই যত সমস্যা পৃথিবীর
কিন্তু ক, খ, গ, ঘ, ঙ- এক চুল রাখেনি গায়ে বস্ত্র, কই?
কোথাও তো শুনিনি কান কথা কিংবা আন্দোলন
গ্রীষ্মের তাপদাহেও পুড়েনি কোনো চায়ের দোকান
তবু ক্যানো স্বর্গ নরকের হিসেব বুঝানো হয় শুধু আমাকেই!
আমি উলঙ্গ হলেই যত সমস্যা পৃথিবীর
কিন্তু ক, খ, গ, ঘ, ঙ- এক চুল রাখেনি গায়ে বস্ত্র, কই?
কোথাও তো শুনিনি কান কথা কিংবা আন্দোলন
গ্রীষ্মের তাপদাহেও পুড়েনি কোনো চায়ের দোকান
তবু ক্যানো স্বর্গ নরকের হিসেব বুঝানো হয় শুধু আমাকেই!