বুধবার , ১১ ডিসেম্বর ২০১৯ | ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. article
  2. Artist
  3. কবিতা
  4. কলাম
  5. গল্প
  6. গুণীজন

এক জীবনে

প্রতিবেদক
রুদ্র আমিন
ডিসেম্বর ১১, ২০১৯ ১২:৫৭ অপরাহ্ণ

জল হয়ে জন্ম নিলি আর পাতিল বদল কোরবি না
এটা কি করে হয়?
জল তো তরঙ্গে তরঙ্গে ছলাৎ ছলাৎ নৃত্যে স্থান পরিবর্তন করে
তুই না ক’রলে হয়?

মাটি বলেও ভাবতে পারি না তোকে, পারি না বলতে বাউরা বাতাস
আলোও না আবার আঁধারও না, আবার দুটোতেই তোর চলে শ্বাস।

কেউ বলে জীবন, কেউ বলে সুখ, কেউ বলে ঝড়ো মেঘ কিংবা
দুধে জলে মেশানো এক ফোটা বিষ, আর কত এক জীবনে?