বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০১৯ | ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. article
  2. Artist
  3. কবিতা
  4. কলাম
  5. গল্প
  6. গুণীজন

এক টুকরো সীমান্ত

প্রতিবেদক
রুদ্র আমিন
ডিসেম্বর ১২, ২০১৯ ১২:১৭ অপরাহ্ণ

অবশেষে জোড়াতালির দেহ জোড়াতালিই রয়ে গেলো
স্বপ্নগুলো নিদ্রামাঝে যেমন আজও কানামাছি হয়ে খ্যালা করে,
ঠিক হলুদ ময়না পাখিটির মতোন, সজাগ পৃথিবীতে ঘুমন্ত
ছায়া-কায়া। মানুষ গুলো রঙধনুর মতো বিবেক রাঙিয়ে উঠে চরে
তবুও রোজ প্রভাতে খুঁজে ফিরি মানবতার এক টুকরো সীমান্ত ।