সোমবার , ১৬ ডিসেম্বর ২০১৯ | ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. article
  2. Artist
  3. কবিতা
  4. কলাম
  5. গল্প
  6. গুণীজন

মৃত্তিকার ধর্ষণে ধর্ষিত ইতিহাস

প্রতিবেদক
রুদ্র আমিন
ডিসেম্বর ১৬, ২০১৯ ১২:১২ অপরাহ্ণ

যুদ্ধ যুদ্ধ নয়
মুক্তি মুক্ত নয়
বদ্ধ জলাশয়ে একফোটা দূষিত জল
বন্ধন, জন্ম, বীজ কিংবা ভ্রুণের অঙ্কুরোদয়।

মানবতা, সমঝোতা,
দেশমাতা, দেশাত্মবোধকতা
নির্দেশক – নির্দেশিতা
জল ও মৃত্তিকার ধর্ষণে ধর্ষিতা ইতিহাস।

অতঃপর,
সৃষ্টি আর ধবংসের অপর নাম মানুষ, মনুষ্যত্ব
মানুষ আর মনুষ্যত্বের অপর নাম ইতিহাস।