যুদ্ধ যুদ্ধ নয়
মুক্তি মুক্ত নয়
বদ্ধ জলাশয়ে একফোটা দূষিত জল
বন্ধন, জন্ম, বীজ কিংবা ভ্রুণের অঙ্কুরোদয়।
মানবতা, সমঝোতা,
দেশমাতা, দেশাত্মবোধকতা
নির্দেশক – নির্দেশিতা
জল ও মৃত্তিকার ধর্ষণে ধর্ষিতা ইতিহাস।
অতঃপর,
সৃষ্টি আর ধবংসের অপর নাম মানুষ, মনুষ্যত্ব
মানুষ আর মনুষ্যত্বের অপর নাম ইতিহাস।