বুধবার , ১৮ ডিসেম্বর ২০১৯ | ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. article
  2. Artist
  3. কবিতা
  4. কলাম
  5. গল্প
  6. গুণীজন

ঈশ্বর

প্রতিবেদক
রুদ্র আমিন
ডিসেম্বর ১৮, ২০১৯ ৩:৩৯ অপরাহ্ণ
ঈশ্বর

চোখ মেলে দেখি সম্মুখে দাঁড়িয়ে আছো, যখন নিন্দ্রায় নেশা গ্রস্থ দেখিনা পৃথিবীর স্পষ্ট আলো, তখনো দেখি একটি বালিশের অর্ধেকটা জুড়ে নিভুনিভু করে জ্বলছো।

যখন হাঁট বাজারের মতো স্থানের অলি গলিতে দেহের অর্ধেকটা দেয়ালে পুরে রাখি, তখনো সেখানে দেখি ছায়ার মতো দাঁড়িয়ে আছো। অতৃপ্ত সুখের অন্বেষণে সুখগুলোকে নিয়ে যখন হোলী খেলা করি, একি সেখানেও সুখী মানুষের মতো উল্লাসে মত্ত থাকো।

পাপের সাথে যেমন পুণ্যের সাথেও তেমন, চুরি ডাকাতি, রাহাজানি এমন কি ধর্ষণে সাথে তেমন; চিঠির বদলে সম্মতি পেয়েছিলাম নরকের নর্তকীর, জানানো হয়েছিল গতদিনের অব্যক্ত যন্ত্রণার কথা। ছায়ার সাথে ছায়ার প্রতিচ্ছায়ার চলাফেরা কথা।

জবাবে জানালে তিনিও চলেন আমিও চলি, আমি চলি তিনিও চলেন। অথচ তার কোনো অপরাধ নেই। কুড়ি বছর পর আজ পৃথিবীটাকে শ্মশান মনে হয়। তুমি ঠিক বলেছো, সূর্য ডুবতে বসেছে। ধীরে ধীরে হাটছি একটু করে যাচ্ছি গন্তব্যের পথে। দরজায় যখন কড়া নাড়বে তখন কি দেখতে পাবো ছায়ার মতোন আছেন দাঁড়িয়ে। কই, তাঁকে তো দেখি না কোথাও?

উত্তরা, ঢাকা – ১২৩০, ১:১৫, ২১০২২০১৬

সর্বশেষ - কবিতা