বুধবার , ১৮ ডিসেম্বর ২০১৯ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. article
  2. Artist
  3. কবিতা
  4. কলাম
  5. গল্প
  6. গুণীজন

তোকে হৃদয় কিনে দিবো

প্রতিবেদক
রুদ্র আমিন
ডিসেম্বর ১৮, ২০১৯ ৪:১৪ অপরাহ্ণ
তোকে হৃদয় কিনে দিবো

তুই যদি স্বপ্নের প্রজাপতি হয়ে
শুষ্ক নদীতে চিরচির করে বয়ে চলা
জলের স্রোত এনে দিতে পারিস
তবে, তোকে হৃদয় কিনে দিবো

তুই যদি তপ্ততায় বৃষ্টি হয়ে
চৌচির হয়ে যাওয়া মৃত্তিকার বুকে
একটু সুড়সুড়ি এনে দিতে পারিস
তবে, তোকে হৃদয় কিনে দিবো

গোলাপ, গাদা, শিউলি, বেলি, তোর চেয়ে দামী নয়
তুই মূল্যহীন অমূল্য, তোকে স্বপ্নের এক পৃথিবী দিবো
নীলাকাশ, গোধূলী সন্ধ্যা, শরতের নদী মোহনায়
তোকে হৃদয় কিনে দিবো, যদি হৃদয় চিনতে পারিস।