মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২০ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. article
  2. Artist
  3. কবিতা
  4. কলাম
  5. গল্প
  6. গুণীজন

বইমেলায় আকাশ মামুন’র কাব্যগ্রন্থ ‘মেয়াদোত্তীর্ণ রাজমহল’

প্রতিবেদক
রুদ্র আমিন
জানুয়ারি ২৮, ২০২০ ১:৪৯ অপরাহ্ণ

অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ আসছে কবি আকাশ মামুন এর কাব্যগ্রন্থ ‘মেয়াদোত্তীর্ণ রাজমহল’। আবহমান কাল থেকেই কবিতা মানুষকে টানে। সময়ের আবহে বিনোদনের মাধ্যম বদলে গেলেও এখনও মানুষ কবিতায় প্রশান্তি খুঁজে। কেননা মানুষের যাপিত জীবনের আনন্দ-বেদনা, টানাপোড়েন, অপ্রাপ্তি, প্রেম-ভালোবাসা, সংগ্রাম-বিপ্লবের চিত্র কবিতায় উঠে আসে। যা মানুষকে হাসায়-কাঁদায়-ভাবায়। তাইতো যান্ত্রিক কোলাহলের এই জীবনেও মানুষ কবিতা পড়ার অবসর খোঁজে। এক কাপ চা হাতে পড়ন্ত বিকেলে কিংবা আয়েসি সন্ধ্যায় কবিতার বই হাতে নিজের জীবনের আমলনামার সন্ধান করে।

তেমনই কিছু আমলনামার সংকলন মেয়াদোত্তীর্ণ রাজমহল। চার ফর্মার বইটিতে ৫২ টি কবিতা সংকলিত হয়েছে। কবিতায় চিরায়ত প্রেম-ভালোবাসার কথা যেমন বলেছেন কবি তেমনই স্থান পেয়েছে দুঃখ ও অপ্রাপ্তির খতিয়ান। স্থান পেয়েছে ধর্মীয় মেটাফোরে আসেক-মাসুকের প্রেম, জীবনের চাষবাস শেষে চিরন্তন অন্তর্যাত্রার কথা। গ্রামীণ উপমায় চমৎকার ভাবে উঠে এসেছে প্রকৃতি প্রেম। কটাক্ষ করা হয়েছে রাজনৈতিক দীনতাকে। আদিবাসী গারো সম্প্রদায়ের ইতিহাস-জীবন চিত্র ও বেঁচে থাকার
সংগ্রাম উঠে এসেছে মান্দিনামা কবিতায়।

আকাশ মামুনের জন্ম ও বেড়ে উঠা টাঙ্গাইলের ধনবাড়ীতে। জীবনের মিছিলে যোগ দিয়ে তিনি এখন নাগরিক মানুষ। জীবন সেঁচে সেই সব অভিজ্ঞতাই তুলে আনেন তাঁর কবিতায়। মেয়াদোত্তীর্ণ রাজমহল আকাশ মামুনের প্রথম কাব্যগ্রন্থ। প্রকাশ করেছে অগ্রদূত এন্ড কোম্পানি। বই মেলায় পাওয়া যাচ্ছে ৬৭৮-৬৭৯ নম্বর স্টলে। এছাড়া রকমারিতেও পাওয়া যাচ্ছে।

ধরণ: কাব্য গ্রন্থ
প্রকাশক: অগ্রদূত এন্ড কোম্পানি
প্রচ্ছদ: দেওয়ান আতিকুর রহমান
মূদ্রিত মূল্য: ২০০ টাকা