বইমেলায় পরিবার পাবলিকেশন্স থেকে আসছে রুদ্রাক্ষ রায়হানের প্রেমের কবিতার বই ‘জলঘুঘু’। জলঘুঘু বইটি চারটি ভাগে ভাগ করে করা হয়েছে। জল জীবন, জলঘুঘু, জলেশ্বরী, জলের গান। প্রথম তিন ভাগে কবিতা ১৩টি করে কবিতা আর জলের গানে রয়েছে ১৩টি লিরিক।
জলঘুঘু সিরিজের ১৩টি কবিতার সবকয়টি ৯ লাইনের পরাবাস্তব কবিতা আর জলের গানের গীতি-কবিতাগুলো কবিতার নতুন পথে হেঁটে যাওয়ার তীব্র অভিপ্রায়। জলঘুঘু রুদ্রাক্ষ রায়হানের দ্বিতীয় কবিতার বই। প্রথম কবিতার বই বহুগামী ঘোড়া গত বই মেলায় পরিবার পাবলিকেশন্স থেকে বের হয়েছে!
গুণী প্রচ্ছদ শিল্পী আইয়ুব আল আমিনের প্রচ্ছদ ও অলংকরণে সাজানো জলঘুঘু বইটি মেলার মাঠে পরিবার পাবলিকেশন্সের ২৭০ নাম্বার স্টলে পাওয়া যাবে।