মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২০ | ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. article
  2. Artist
  3. কবিতা
  4. কলাম
  5. গল্প
  6. গুণীজন

বইমেলায় মাহমুদ নোমানের উপন্যাস ‘জোছনাপোড়া ছায়া’

প্রতিবেদক
রুদ্র আমিন
ফেব্রুয়ারি ৪, ২০২০ ৫:১৮ অপরাহ্ণ
জোছনাপোড়া ছায়া

অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ প্রকাশ হয়েছে মাহমুদ নোমানের প্রথম উপন্যাস ‘জোছনাপোড়া ছায়া’। উপন্যাসটি প্রকাশ করেছে পরিবার পাবলিকেশন্স এবং প্রচ্ছদ করেছেন কলকাতার প্রচ্ছদশিল্পী রাজদীপ পুরী। সোহরাওয়ার্দী উদ্যানের পরিবার পাবলিকেশন্সের ২৭০ নং স্টলে পাওয়া যাবে বইটি।

একটিমাত্র স্বপ্নে শুরু এবং স্বপ্নের শেষে জোছনাপোড়া ছায়া সমাপ্তি! হাহাকার আরও বাড়িয়ে দিয়েছে যখন স্বপ্নের শেষ হতেই উপন্যাসের নায়ককে মৃত্যুদণ্ডের জন্য হাতকড়া বা অসহনীয় জীবনের প্রতিনিয়ত হাতছানির। পাঠক জোছনাপোড়া ছায়া উপন্যাসের শেষে এসে ভাবতে বাধ্য হবে- স্বপ্নটি আরও দীর্ঘায়িত করা যদি যেতো।

‘জোছনাপোড়া ছায়া’ মাহমুদ নোমানের প্রথম উপন্যাস। উপন্যাস সম্পর্কে তিনি বলেন,‘উপন্যাসটি না লিখেই আমি কথাসাহিত্যে এমনকি অন্য কোনো উপন্যাস লেখায় মনস্থ করতে পারছি না। জোছনাপোড়া ছায়া উপন্যাসের কাহিনি আমাকে সবসময় তাড়া করেছে। উপন্যাসটি লিখে এমনকি প্রকাশিত হওয়ার পরে আমার কথাসাহিত্যে যাত্রাটা জোরালো অধ্যায়ে রচিত হবে।’

তিনি আরও বলেন, ‘জোছনাপোড়া ছায়া উপন্যাসে বলতে চেয়েছি ভালোবাসা হারিয়ে যখন মানুষ ছটপট করে, আদতে প্রেম হারালে যখন আর কিছু হারানোর থাকেনা, তখন সে প্রেমের স্পর্শ, একটু ইশারা, কীভাবে কথা বলা অথবা শারীরিক ও মানবীয় সৌন্দর্যের অতলে হাতড়াতেই থাকে। একটি ছায়া খুঁজে চলে কাতর হৃদয় এদিক-ওদিক, কেবল অভিশপ্ত জীবনটাকে কাটিয়ে দেবার জন্য তেমন একটি ‘জোছনাপোড়া ছায়া’। উল্লেখ্য, মাহমুদ নোমানের প্রকাশিত প্রথম গ্রন্থটি ছিলো কাব্যগ্রন্থ ‘লুইজালে’