রবিবার , ১৯ জুলাই ২০২০ | ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. article
  2. Artist
  3. কবিতা
  4. কলাম
  5. গল্প
  6. গুণীজন

বলার ছিলো অনেক কিছুই

প্রতিবেদক
রুদ্র আমিন
জুলাই ১৯, ২০২০ ৩:০২ পূর্বাহ্ণ
বলার ছিলো অনেক কিছুই

আমি কি আর বলবো তোদের
বলতে গেলেই দ্যাস থামিয়ে
সামান্য এক সাহেদ নিয়ে যতো লম্ফ-জম্ফ
অযুত সাহেদ রাখিস ঘুমিয়ে

বলার ছিলো অনেক কিছুই
জানিস তো…
সত্যভাষীর কেউ নেই পিছু!!!

তবুও সূর্য উঠে ফের অস্ত যায়
দেখতে গেলে ছোট্ট দ্যাখায়
তাই বলে বলবি তোরা ধরা বড্ড বড় দ্যাখায়?

এসব সবটাই মূর্খের কথা
জ্ঞান না থাকলে চাপায় যথাতথা
পারিস তো করে দ্যাখা
রাতকে দিন, দিনকে রাত সত্য কথা….

বলার ছিলো অনেক কিছুই
তবুও কিচ্ছু বলার নাই রে
পৃথিবীটাই চলছে আজব নাট্যে,
মিথ্যে ধরা-ছোঁয়ার বাইরে

কাহিনীকার লিখে নাটক
পরিচালকে দ্যায় ঘুরিয়ে
তুমি আমি যে যার মতো, শুধুই দেখছি
জানিস তো..
বলতে গেলেই যায় হারিয়ে….