রবিবার , ১৯ জুলাই ২০২০ | ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. article
  2. Artist
  3. কবিতা
  4. কলাম
  5. গল্প
  6. গুণীজন

অন্ধকার আগামী

প্রতিবেদক
রুদ্র আমিন
জুলাই ১৯, ২০২০ ৬:১৯ অপরাহ্ণ
অন্ধকার আগামী

যখন আমি স্বপ্ন দেখি, স্বপ্নের বর্ণিল বর্ণনা দিই তোমাদের, তখন সেই স্বপ্নটাই ভুল বলে প্রমাণ করো কিংবা যখন কোনো একটি নাটকের কাহিনী লিখে তোমাদের শোনাই, তখন সেটা পঁচা আবর্জনার খ্যাতির দ্বারপ্রান্তে এনে দাও।

আর, যখন তুমি স্বপ্ন দ্যাখো, স্বপ্নের বর্ণনা দাও তখন সেই স্বপ্নটা হয়ে ওঠে উচ্চতর মানুষ সমাজের আইডল। যখন তুমি নাটকের কাহিনী লিখে ভাব প্রকাশ করো তখন সেটা হয়ে ওঠে বাস্তবতা উত্তরণের দিক নিদর্শন।

অতঃপর, সেটা যখন দৃশ্যায়িত হয়, আমি-তুমি-তোমরা সবাই দেখি। স্বপ্ন ও নাটকের কাহিনী সবটাই যেনো আমার দ্যাখা ও লেখা কষ্ঠার্জিত পরিশ্রম। তবুও আমি আবর্জনা! প্রকৃত কথা হলো, প্রতিষ্ঠিত ও দক্ষতার দাপটে নতুনের মৃত্যু– এ যেন অন্ধকার আগামী।