তুই সরকার আর আমি প্রজা
তবু ক্যানো তোর এতো ডর?
সত্য বললেই দ্যাস লেলিয়ে কিংবা তারা আসে ঠেলে
এবার বুঝি যাবেই ধর্
বলতে পারিস কে তোর?
তুই সরকার আর আমি প্রজা
আমিই তোর ক্ষমতার বল
চেয়ার পেলেই যাস যে ভুলে কে আপন কে পর
তুই সরকার আর আমি প্রজা
ভোট এলেই উল্টো তার!
বলতে পারিস এই ক্ষমতার কতো দৌড়?
দিন যেমন রাতে ঘুমায় রাতও তেমন দিনে
ক্ষমতার বাহাদুরি ঠিক তার চেয়ে অনেক কমে
তুই সরকার আর আমি প্রজা
তবু ক্যানো ভাবিস পর পর…
বাঁচলে আমি বাঁচবি তুই মরলে যাবি তেপান্তর
তুই সরকার আর আমি প্রজা
আয় না মিলে সাজাই ঘর
রোদেল আলোয় মুছে যাবে মেঘের যতো অহংকার
সবুজ ঘাসে হাসবে শিশির নতুন সুরে পাখি গাইবে গান
দেশটা মোদের সোনার বাংলা সোনায় ভরবে কৃষক প্রাণ।
— রুদ্র আমিন (বলার ছিলো অনেক কিছুই – ২৪০৭২০২০)