জনপ্রতিনিধি হতে গিয়ে যদি আমি নিঃস্ব হই
ক্যামন করে করবো সেবা আসল খুঁজলেই আমি নেই
নিঃশর্তে ভোট চেয়ে দ্বারে দ্বারে ঘুরলাম কতোই
কেউ দিলো না প্রতিশ্রুতি আছি আমি আপনার পাশেই…
বুঝতে পেরে নীতি ঠেলে যখন অন্য পথে পা বাড়াই
এবার দেখি মুখেমুখে আদু ভাইয়ের তুলনা নাই
ভোট হলো, হলাম জয়ী; ভুলে গেলাম গণশ্রুতি
কুৎসা যতো আছে ভবে দিচ্ছে বকা যে যার মতোই…
বলুন তো দেখি…
কে ভালো, কে মন্দ; কে আমাকে দিলো রায়?
নীতি বিক্রি না করিলে কাকে-ই-বা সেদিন পাশে পাই!
শ্রী ভবে শ্রী মানুষে আজব মানুষ, আজবেরই সব কারখানা
নিজের পায়ে নিজে কুঠার মারি তবুও বলি অন্যে কানা!
অতঃপর,
নিজ ভালো তো জগৎ ভালো, সত্যের উপর কিছুই নাই
বিচার বুদ্ধি সঙ্গে নিয়ে এসো ভালোর পাশে সবে দাঁড়াই।
–রুদ্র আমিন (বলার ছিলো অনেক কিছুই– ২৫০৭২০২০)