বুধবার , ১২ আগস্ট ২০২০ | ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. article
  2. Artist
  3. কবিতা
  4. কলাম
  5. গল্প
  6. গুণীজন

চোরকে আজ চোর বলোনা!

প্রতিবেদক
রুদ্র আমিন
আগস্ট ১২, ২০২০ ১২:৩২ অপরাহ্ণ

বলার ছিলো অনেক কিছুই বলতে পারি না,
চোরকে আজ চোর বলোনা সাধুর হাতে লাগে ঘা।
হাতে হাতে হাত মিলিয়ে বুকে বুকে বুক,
বাহুডোরে ধরো চেপে যেনো কেউ খোলে না মুখ।

দলে দলে দল ভারী হোক মনে মনে মন
যে যার মতো খাও লুটেপুটে বুঝে না যেনো জনগণ।
কালো টাকা সাদা হোক আর সাদা টাকা কালো
জনতা যতো মূর্খ হবে রাজারা থাকবে ততোই ভালো।

বলার ছিলো অনেক কিছুই বলতে পারি না
তথ্যপ্রযুক্তি মামলা হলে যুক্তিগুলো হয় সব অন্ধ-কানা!
ভয় পেয়ে আর লাভ কী বলো, এসো হাতে মেলাই হাত
মৃত্যুর চেয়ে সত্য এ ভবে নেই তো কিছুই আর….