বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২০ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. article
  2. Artist
  3. কবিতা
  4. কলাম
  5. গল্প
  6. গুণীজন

আমি মুখ খুললেই বেজার পৃথিবী

প্রতিবেদক
রুদ্র আমিন
আগস্ট ১৩, ২০২০ ৪:৩৮ অপরাহ্ণ
বলার ছিলো অনেক কিছুই

বলার ছিলো অনেক কিছুই বলতে পারি না
আমি মুখ খুললেই বেজার পৃথিবী বেজার মন্ত্রীসভা
আমি মুখ খুললেই শকল নারী হয়ে ওঠে কলঙ্কিনী, পুরুষেরা ধর্ষক-নরপিশাচ
আমি মুখ খুললেই সমাজপতিরা অতি অন্ত্যজ, মোড়লেরা রক্তোচোষা জোঁক
আমি মুখ খুললেই রাজনীতিকেরা হায়েনা, পশু যেমন শিকার করে সহজাত
আমি মুখ খুললেই কালো কাপড়ে ঢাকা আইন হয়ে ওঠে নির্বাক দিগম্বর….

বলার ছিলো অনেক কিছুই বলতে পারিনা
আমি মুখ খুললেই বেজার পৃথিবী বেজার ভগ্নী-ভ্রাতা
আমি মুখ খুললেই বেয়াদব ছেলে সমাজের কলঙ্ক অতি অন্ত্যজ
আমি মুখ খুললেই শত অপবাদে কাঁদে পিতা-মাতা, হাসে সমাজ
আমি মুখ খুললেই হাতে হাতকড়া বিনা অপরাধে অবাধ কারাবাস
আমি মুখ খুললেই মৃতরা সব উল্লাস ক’রে, মেঘের আড়ালে রোদ্দুর হাস…