আমারে আর জ্বালাইস না তুই
ইছামতির চরেই তোর লগে থাকতে চাই, ঘর বান্বার চাই….
আমি তোর লগেই যাইবারই চাই
স্বপ্ন দেহাইয়া আসমান জমিন ভাগ করিস না
এমন কইরা আমারে আর জ্বালাইস না, আর কতো জ্বালাবি ক…
আমি তোর লগেই যাইবার চাই, থাকবার চাই, ঘুমাবার চাই…
তোর আঁচলে মাথা রাইখা শেষ নিঃশ্বাসটুকুও ফুরাইবার চাই।
সত্যি কইলাম, এই যে তিন সত্যি… সত্যি..সত্যি…সত্যি
তোর বেবাগ স্বপন পূরণ কইরা দিবার চাই..
তুই যে সেদিন কইলি বুকে মাথা রাইখা পুন্নিমার চাঁন দেহার বড্ড সখ,
আমি তোরে ছণের ঘরে না, খোলা আসমানে আমার বুকে তোরে রাইখা
মিটমিট কইরা হাসা চাঁন দ্যাহামু
বাতাসে সবুজ ঘাসের ঘ্রাণ শুকামু, বুকের ছটফটানির গান শুনামু
এমন কইরা বছরের পর বছর আমরা আমাগো জীবন সাজাইমু,
সেদিন দেখবি…
ইছামতির জল, সেই চরের ধান, ইছামতির মাছ, বাতাস আমগোরে আগলায়া রাখবো
ভালোবাসায় দিবো চির যৌবন, চির সতেজ, চির উদ্দোমী প্রাণ; হারাইয়া যাইবো ক্লান্তি।
আমারে আর জ্বালাইস না তুই
ইছামতির চরে তোর লগেই থাকতে চাই, ঘর বান্বার চাই….
তোর আঁচলে মাথা রাইখা শেষ নিঃশ্বাসটুকুও ফুরাইবার চাই।