মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২০ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. article
  2. Artist
  3. কবিতা
  4. কলাম
  5. গল্প
  6. গুণীজন

বলতে পারো পৃথিবীতে ভালো কে?

প্রতিবেদক
রুদ্র আমিন
আগস্ট ২৫, ২০২০ ১২:২০ অপরাহ্ণ

মুসলিম খারাপ, খ্রীষ্টান খারাপ, খারাপ বৌদ্ধ-হিন্দু
আচ্ছা বলতে পারো পৃথিবীতে ভালো কে হারিয়ে নিন্দুক?
হুজুরেরা খারাপ, ধর্ম নিয়ে কথা বললেই মন খারাপ,
সম-অধিকারের বিপক্ষে যারা তারা খারাপ, রাজনীতিকেরা খারাপ,
সাহিত্যিকেরা খারাপ, গীবত খারাপ,
আজ খারাপ লেগেছে হালালের গায়ে, হারাম সেজেছে হারামে…
অবশেষে খুব জানতে ইচ্ছে করে, বলতে পারো- পৃথিবীতে ভালো কে?

চোখ খারাপ, মুখ খারাপ, খারাপ জিহ্¦বা,
আলো খারাপ, আধাঁর খারাপ, খারাপ চোখ-মুখ বন্ধ করে থাকা,
পৃথিবীতে ঘটে যাওয়া অশ্লীল অশালীনতা দ্যাখাও খারাপ,
অপরাধ দেখে না দ্যাখার ভান করে চলে যাওয়াও খারাপ,
সাহায্য করা খারাপ, চারপাশ দেখি খারাপ আর খারাপ…
আমি খারাপ, পৃথিবী খারাপ, খারাপ ভাগ্য ত্রাতা…
খুব জানতে ইচ্ছে করে, আপনি ভালো তো?