আমাকে পাপের সমুদ্রে ডুবিয়ে ব্যস্ত বিকেলে ভিন্ন ঠোঁটে ঠোঁট মেনে নেয়া যায় না সই।
রাত ঠেলে যেমন প্রভাত তেড়ে আসে একটু রোদেল আলোর স্পর্শের আশায়, ঠিক
তেমনি এসেছিলাম…
আমি তোকে কোনো অভিশাপ দেবো না, শুধু বলবো…
নাক ভাসিয়ে পাপের সমুদ্রে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, আমাকে ডুবিয়ে মারো
অনেক পাপ করেছি আত্মহত্যার মতো পাপ আর করতে চাই না।
প্রায় ৩৬৫ দিন পর…
সেই ঠোঁট আর ঠোঁট নেই, দৃষ্টিজুড়ে ক্লান্তি আর ক্লান্তি
যেনো এই শহর থেকে হারিয়ে গ্যাছে সকল কাক, বিষ্ঠার স্তুপ হয়েছে ডাস্টবিন জুড়ে।
প্রত্যাবর্তনে বেশ ভালো আছি সই,
আজ তার পাশাপাশি শুয়ে আকাশ দেখি দু’জোড়া বিশ্বস্ত চোখে
চিৎকার করে উঠি দু’জোড়া মাতাল ঠোঁটে।
আর বলি, ভালোবাসা পবিত্র; ভালোবাসা খোলসহীন কোনো কলা নয়…