রবিবার , ৪ অক্টোবর ২০২০ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. article
  2. Artist
  3. কবিতা
  4. কলাম
  5. গল্প
  6. গুণীজন

এ জীবন আমার নয়

প্রতিবেদক
রুদ্র আমিন
অক্টোবর ৪, ২০২০ ৮:৫৮ অপরাহ্ণ

আশ্বাস পেলে ঘোর শত্রুর সাথে মিত্রতার সনদে দিতে পারি সই
এখন শুধু মনের মাঝে তুমি ছাড়া আর নেই কেউ,
আকাশে মেঘেদের লুটোপুটি খেলা আছে, জলে আছে মাছ
বাড়ির উঠোনে এখন নামে সন্ধ্যাতারা, চায়ের কাপে উঠে ঢেউ,
কিছুদিন আগেও এমনটি ছিলো না, এখন সূর্যাস্ত দেখে আনন্দ পাই
রাতের অন্ধকারে খুঁজে পাই তোমাকে, যেখানে যাই যেখানেই থাকি
সকলের উপেক্ষার মাঝেও খুঁজে পাই একটু ঠাই
আজ বলতে পারি সত্যিই এজীবন আমার নয়।