গতপর্বে যা ছিলো — মৌমিতার ভালবাসা (পর্ব – ৪)
আপনার ভুল আপনি শুধরে নিন, এখানে আমাকে জড়িয়ে এসব কথা শোনাচ্ছেন কেন? এসব শুনতে আমি অভ্যস্ত নই, প্রয়োজন আছে বলে মনে হয় না, এতো কথা ভাল লাগছে না আপনি একটু চুপ থাকুন। মৌমিতা বলে উঠলো, চুপ থাকলেই কাঁদতে হয় সেটা শিখেছি। আর কাঁদবো না একা একা সেটাও সিদ্ধান্ত নিয়েছি অনেক আগেই।
আপনি কি বলতে চাইছেন? বিরক্তির স্বরে মুরাদ কথাগুলো বলে ফেলল, এতটাই বিরক্তিকর এবং ভয়ের সেটা অনুমান করতে পারছে সে, প্লিজ, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি তেমন কেউ নই, মৌমিতা বলে দিলে সে আমি জানি না, তবে বিশ্বাস করি ভালোবাসা এবং ভালো লাগা যদি কল্পনার মতোই ফিরে আসে তাকে ছেড়ে দিওনা।
তা আপনি আমাকে নিয়ে কি করতে চান, আপনার মনের কথাটা একটু শুনে নিই, আমি আপনার বাম পাশের মানুষ হয়ে বেঁচে থাকতে চাই, হায় আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, এবার বুঝি গণধোলাই খেতে হবে, দেশে এই পরিস্থিতিতে যদি এমন ঘটনার সম্মুখীন হতে হয় তবে অকালেই প্রাণটা যাবে, তারপর বড় সমস্যা মিডিয়া পাড়া, বড় করে হেডলাইন “বাসে নারীর শ্লীলতাহানীর দায়ে গণধোলাইয়ে একজনের মৃত্যু, শেষ পর্যন্ত তুমি আমার কপালে এমন অপবাদ রেখেছিলে আল্লাহ, কি ভুল করেছিলাম আমি?
আপনি কোন ভুল করেননি। ভুল যা করার করেছিলাম আমি। তাই এবার আর ভুল করতে রাজি নই। আপনাকে মনে প্রাণে শয়নে স্বপনে গত ছয় মাস যাবত খুঁজে চলেছি। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আপনাকে না পেলে, অন্য কাউকে আমার ডান পাশ্বে স্থান দিব না। প্রথম যেদিন আজকের এই সময়ে আপনাকে এখানে পেয়েছিলাম, আমি সেই সময়টি নিয়মিত মেনে চলছি গত ছয় মাস যাবত। কারণটা আপনি হয়তো ভুলে যেতে পারেন, কিন্তু আমি পারিনি আর কোনদিন পারবো না, একই বাসষ্টপে নিয়মিত দাঁড়িয়ে থেকে একই বাসে যাওয়া আসা করি, বিশ্ববিদ্যালয়ের বাস থাকা সত্তেও এমনটি কেন করি সেটা আপনি ভুলে গেছেন?
এটা আমার ধ্যান বলুন আর প্রার্থণা বলুন, আমার জীবনে এটাই একমাত্র বেঁচে থাকার ভরসা। আপনি যদি আমার সাথে দুর্ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনাকে কাছে পাবার জন্য আমি অনেক কিছুই করতে পারি। যতই আপনি অভিনয় করুন না কেন আজ পেয়েছি আর ছাড়ব না। আল্লাহর সম্মতি যদি নাই থাকতো তাহলে ছয় মাস পর কেন আপনাকে সেই গাড়িতে, ঠিক একই সময়ে পেলাম, এ প্রশ্নের কোন জবাব আছে আপনার নিকট?
আচ্ছা, চলুন আপনার বাসাই যাই। যেহেতু আপনি আমাকে নিয়ে ভাবতে শুরু করেছেন তাহলে তো আপনার সম্পর্কে আমাকে জানতেই হবে। কতটা সত্য আপনার পরিবারের অন্যান্য সদস্যদের নিকট জানতে হবে, কথা বলতে হবে, আপনি যা করছেন তা কিন্তু পুরোটাই ভুল পথে।
শুনুন আপনি মনেমনে যা যা ভাবছেন আশা করি সেটা পূর্ণ হবে না আপনার, এটাই তো ভাবছেন, যে আমাকে আমার বাসায় রেখে চলে আসবেন, কিন্তু কোনো লাভ নেই। বাসার সবাইকে আমি বলে রেখেছি, তাঁরা সবাই ঘটনাটি জানে, আমি আমার পরিবারের একমাত্র সন্তান। আমার কোন ক্ষতি তারা চাইবেন না। তবে এটা সত্যি, তাঁরা ভেবেছিল আমি কোনদিন আপনাকে খুঁজে পাবো না। আমি আপনাকে ভুলে যাব কোন একসময়, আর আমি ভুলে যাবো না বলেই যেদিন নতুন জীবন পেয়ে হাসপাতাল থেকে বাসায় এসেছিলাম সেদিন আপনার ছবি আমি এঁকে করে আমার ঘরে ঝুলিয়ে রেখেছি, অন্তর চক্ষুতে তো আছেন।
দেখ তুমি ভুল পথে হাটছো, আমার চাল নেই চুলো নেই, এমনকি তুমি আমার সম্পর্কে তেমন কোন কিছুই জানো না, তুমি কেন বুঝতে পারছো না যদি আমার সংসার থেকে থাকে তখন কি হবে?
তবে শুনে রাখুন যদি আপনার সংসার থেকেই থাকে তবে আজীবন আমি কুমারী হয়েই মৃত্যুকে স্বাগত জানাবো তুবও সংসার হবে না আমার কোনদিন, আর বললেন চাল নেই চুলা নেই যদি সেটা সত্য হয়ে থাকে তবে মনে করি আমার মত ভাগ্যবতী পৃথিবীতে আর একটিও নেই, এমনটি হলে সম্পূর্ণ নিশ্চিত, আর কোন ঝামেলা থাকার অবকাশ থাকবে না।
নিরুপায় হয়ে রাস্তায় গণধোলাই থেকে বাঁচতে মুরাদ সিদ্ধান্ত নিয়েছে মেয়েটির বাসায় যেতেই হবে, বাস থেকে নেমে রিকসায় চড়ে দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো, আচ্ছা একটি কথা আমরা কেউ কিন্তু জানতে পারলাম না, আপনার নামটি?
অবশ্যই কেন নয়, আপনি যদি এমনটি নাই জানেন তবে যে পৃথিবী অন্ধকার হয়ে যাবে, বাবা-মা আদর করে মৌ বলে ডাকে, আর পূর্ণ নাম মৌমিতা, এবার আপনার নামটি বলবেন কি?
— চলবে