শনিবার , ৩১ অক্টোবর ২০২০ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. article
  2. Artist
  3. কবিতা
  4. কলাম
  5. গল্প
  6. গুণীজন

মৌমিতার ভালবাসা (শেষ পর্ব)

প্রতিবেদক
রুদ্র আমিন
অক্টোবর ৩১, ২০২০ ৫:০৮ অপরাহ্ণ

গতপর্বে যা ছিলো — মৌমিতার ভালবাসা (পর্ব – ৫)

মুরাদ হোসেন, একটা কথা এখন জানতে চাই, বলবেন কি? বাসায় গিয়ে বলবো, এই রিকসা বা পাশে রাখো, মৌমিতার বাসার সামনে, রিকসা থেকে নেমে মৌমিতা আর মুরাদ বাসায় প্রবেশ করল, বাসায় দু’জন মানুষ দেখতে পেল মুরাদ, সে বুঝতে পেরেছে একজন মৌমিতার মা, অন্যজন বাবা হবেন নিশ্চয়, মুরাদকে দেখে যেন আকাশ থেকে পরার মত অবস্থা তাদের, কিছু সময়ের জন্য যেন মূর্তি হয়ে দাঁড়িয়ে ছিলেন, মৌমিতার ডাকে মূর্তি থেকে স্বাভাবিক হয়ে এলেন ওনারা।

মৌমিতা আনন্দে আত্মহারা হয়ে উচ্চস্বরে বলতে লাগল, মা আমার স্বপ্ন সত্যি হয়েছে, বাবা দেখ মুরাদ এসেছে, আমি মুরাদকে খুঁজে পেয়েছি, সবাই মিলে চা পান করতে ছিল, মুরাদ প্রশ্ন করে বসল, আচ্ছা চাচা, আপনার মেয়ে এমন পাগলামীর আপনারা কেন মেনে নিচ্ছেন? দেখ বাবা যার জন্য আমার মেয়ে বেঁচে আছে তাকে আমি অসম্মান করি কি করে, কার জন্য আপনার মেয়ে বেঁচে আছে? তোমার জন্য বাবা, তুমি ভুলে গেছ, দেখো আমি ঘটনাটি তোমাকে মনে করিয়ে দিই, বাস দুর্ঘটনায় আমার মেয়েকে কেউ জন তার শরীরে দু’ব্যাগ রক্ত দিয়ে জীবন বাঁচিয়ে ছিল, কে সে আমি জানিনা, তবে দুর্ঘটনার দিন একই বাসে আমার মেয়ে ছিল সেই ছেলেটির আগের সিটে বসা, মৌমিতাকে ডাক্তার বলেছিল সেই ছেলেটির কপাল কেটেছিল, সেইদিন থেকেই মেয়েটি তাঁর স্বপ্ন এঁকে চলেছে, সেদিন কি তুমি ছিলে বাবা?

মুরাদের চোখে টলমল করছে, মাথা নেড়ে সম্মতির জবাব দিল, মাঝ থেকে মৌমিতা প্রশ্ন করে বসল, আচ্ছা এবার বলুন আপনার সংসার আছে, বাবার নিকট সত্য কথা বলবেন, আর আমার মনের কথা আপনাকে বলেছি। মুরাদ বলল, না, আমার কোন সংসার নেই, আসলে আমার চাল নেই, চুলা নেই, আমি একা, বুঝবার সময় পিতা-মাতাকে হারিয়েছি।

বাবা, তুমি আজ থেকে আমাকে বাবা বলে ডেকো, আজ থেকে তোমার মা-বাবা আমরা, শুধু একটি অনুরোধ করব, কোনদিন মৌ-কে ভুল বুঝে কষ্ট দিও না।

দোস্ত তোরা এবার বল, এমন ভালোবাসার গল্প কোনদিন পড়েছিস কিংবা শুনেছিস? সত্যিই তন্ময় তোর সেই আপুর ভালোবাসাকে স্যালুট, সত্যি বলতে হয় “ভালোবাসা কারে কয়”

এটা আমার ধ্যান বলুন আর প্রার্থণা বলুন, আমার নিকট সব এক, আপনাকে খুঁজে ফিরে পাওয়া, আপনি যদি আমার সাথে দুর্ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনাকে কাছে পাওয়ার জন্য আমি অনেক কিছুই করতে পারি, যতই আপনি অভিনয় করুন না কেন, আজ পেয়েছি, আর ছাড়ব না, আল্লাহর সম্মতি যদি নাই থেকে থাকতো তাহলে ছয় মাস পর কেন আপনাকে সেই একই স্থানে ঠিক সেই একই সময়ে খুঁজে পেলাম।

আচ্ছা চলুন আপনার বাসায় যাই, যেহেতু আপনি আমাকে নিয়ে এমনটাই ভাবতে শুরু করেছেন তাহলে তো আপনার সম্পর্কে আমার জানতেই হবে। শুনুন আপনি আমাকে আমার বাসায় রেখে চলে আসতে চাইছেন? কোন লাভ নেই, বাসার সবাইকে আমি বলে রেখেছি, আমি আমার পরিবারের একমাত্র সন্তান, আমার কোন ক্ষতি হয় এমনটি অবশ্যই তারা চাইবেন না, তবে এটা ঠি তারা ভেবেছিল আমি আপনাকে খুঁজে পাবো না, ভুলে যাবো কোন একদিন, কিন্তু আমি আপনাকে ভুলে যেতে পারি ভেবে আপনার একটি ছবি এঁকে আমার ঘরে ঝুলিয়ে রেখেছি।

দেখ তুমি ভুল পথে হাঁটছো, আমার চাল-চুলা কোন কিছু নেই, মৌমিতা উচ্চস্বরে হেসে হেসে বললো, তাহলে তো আর ভালো কথা, এবার সম্পূর্ণ নিশ্চিত হওয়া গেল, আর কোন ঝামেলা থাকার অবকাশ রইল না। পরিশেষে মৌমিতার সকল কথার সত্যতার প্রমাণ পেয়ে মুরাদ মৌমিতাকে মৌমিতার স্বপ্ন ফিরিয়ে দিলো।