একদিন মৃত্যুও যাবে মরে…
শহর-নগর-পল্লীর কোথাও বাঁজবে না কান্নার আবেগী সুর
বধির-অন্ধরাও দেখবে, শুনবে নির্বাসিত আলো, ঢেউয়ের উম্মাতাল চিৎকার
অসময়ে বেঁজে উঠবে সময়ের আযান, কেটে যাবে ঘোর
ঘুম ভাঙবে সমুদ্রের, ঈদ আনন্দে নাচবে জল-তরঙ্গ
মরে যাবে ভালোবাসা, মায়া-মমতা; স্বার্থপর হয়ে উঠবে সবাই
এ সবই জানা-শোনা, তবুও স্বার্থ না বুঝে স্বার্থের ঘুমে বিভোর মানুষ!