যেদিন দেখবে, বুঝবে
চারপাশে মিথ্যে আর স্বার্থের হিংস্রতা স্বর্ণলতার মতো বাসা বাঁধছে;
সামান্য সফলতাকে দেখানো হচ্ছে পৃথিবী জয়ের দৃষ্টান্তে আর
একটু অভাবকে বুঝানো হচ্ছে ৪৩ কিংবা ৭৪ এর মহামারী করে…
অথচ তুমিই একমাত্র সত্যকে সত্য আর মিথ্যেকে মিথ্যে বলছো
ভুলে যাচ্ছো রাষ্ট্রের তোষামোদির সম্মাননা কিংবা প্রভাবশালীর প্রভাব…
তখন তুমি বুঝে নিও,
তুমি-ই সমাজের জনক-জননী, অকাল মৃত্যুর সনদপ্রাপ্ত কেউ একজন!
কিংবা কবি বা কলম সৈনিক আর দুঃখ তোমার নিত্যসঙ্গী রক্তের মতোই…
তুমি আর কেউ নয়… তুমিই আলোর দিশারী…