বৃহস্পতিবার , ১১ জুলাই ২০১৯ | ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. article
  2. Artist
  3. কবিতা
  4. কলাম
  5. গল্প
  6. গুণীজন

অধর কেশ

প্রতিবেদক
রুদ্র আমিন
জুলাই ১১, ২০১৯ ১২:৪৪ অপরাহ্ণ

বয়সের ভারে ভালোবাসাও ক্যামন জানি বেহায়া হয়ে উঠেছে। বলতে ইচ্ছে ক’রে না, তবুও খুব ইচ্ছে ক’রে বলতে – খুব ভালোবাসি তোকে। ইচ্ছে ক’রে তোর চুলের ভেতর নাক ডুবিয়ে হারিয়ে যাই আসক্তির গহীনের গহীন ঘ্রাণে। ইচ্ছে ক’রে তোর নখের আচরে অনুভব করি ভালোবাসার অনুভূতি।

যদি ডাকতে ও সোনাগলা দৃষ্টির ইশারায়, আলোকে বধ ক’রে, পলকের দৃষ্টিকে পেছনে ফেলে বলতাম ; বড্ড ভালোবাসি প্রিয়া তোর অই বাউরা কেশী ঘ্রাণ।