বৃহস্পতিবার , ১১ জুলাই ২০১৯ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. article
  2. Artist
  3. কবিতা
  4. কলাম
  5. গল্প
  6. গুণীজন

মেয়ে

প্রতিবেদক
রুদ্র আমিন
জুলাই ১১, ২০১৯ ১:০০ অপরাহ্ণ

মেয়ে তুমি সাবধান হয়ে যাও, আজ যে পুরুষ তোমায় রাজপথে বেহায়াপনা করতে সমর্থন করছে, আর তুমি ভাবছো সেই একমাত্র উত্তম পুরুষ; তবেই তুমি ঠকেছো।

খুঁজে দ্যাখো অন্ধগলির কামঝরানোর কামড়া কিংবা নামিদামী তুলতুলে বিছনার ঘর, দেখবে; গতকাল যে তোমাকে রাজপথে বেহায়াপনা করতে সমর্থন করেছে আজ তারই নখের আচড়ে ক্ষত বিক্ষত তোমার মতো আরেকজন।

আজ সে বুক ভরা যন্ত্রণা নিয়ে প্রতিদিন নিয়ন আলোয় নিজেকে হারিয়ে ফ্যালছে, হয়তো একদিন তুমিও নিয়ন আলো খুব ভালোবাসবে! সময় হারিয়ে একদিন তুমিও বুঝবে, তারচেয়ে ভালো ফিরে এসো, দেখবে; পৃথিবী কতো সুন্দর।
——————
উত্তরা, ঢাকা-১২৩০