বুধবার , ১০ মে ২০২৩ | ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. article
  2. Artist
  3. কবিতা
  4. কলাম
  5. গল্প
  6. গুণীজন

প্রাকৃতজ কবি শামিমরুমি টিটন’র জন্মদিন আজ

প্রতিবেদক
রুদ্র আমিন
মে ১০, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ণ
প্রাকৃতজ কবি শামিমরুমি টিটন

আজ ১০ মে প্রাকৃতজ কবি শামিমরুমি টিটন’র জন্মদিন। কুমিল্লা জেলার দ্বেবিদার উপজেলায় ১৯৭১ সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। প্রাকৃতজ কবি শামিমরুমি টিটন একাধারে কবি সাহিত্যিক সঙ্গীতাঙ্গ সাংবাদিক ও জ্ঞান তাপস।

শামিমরুমি টিটন বর্তমান আধুনিক বাংলা কবিতার অন্যতম মানবতাবাদী কবি। সাহিত্যে তিনি গণমুখী, নান্দনিক ও রোমান্টিক এক প্রেমের কবি। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাংলার লোকায়ত জীবন সবই তাঁর লেখায় স্পষ্ট করে ফুটিয়ে তুলেছেন।

শামিমরুমি টিটনের লেখা সব ধরণের মানুষের পছন্দ। তথ্য ও ভাবনার রসদ পান সকল বয়সের পাঠক। বাংলা সাহিত্যে তাঁর সৃষ্টি ও কাজের ব্যাপ্তি একটি লেখায় বুঝানো সহজ নয়। তাঁর কবিতা বা প্রবন্ধ পড়েই কেবল মননের গভীরতা উপলব্ধি করা সম্ভব হতে পারে।

তিনি শুধু অসাধারণ লেখক নয়, উষ্ণ হৃদয়ের একজন প্রাণবন্ত মানুষ। সদা হাস্যময় ও প্রাণখোলা হৃদয়ের অধিকারী এবং প্রচন্ড আড্ডাবাজ। গল্পের আদলে কথা বলেন তিনি। তরুণদের কাছে টানেন আপনার বন্ধু করে। স্নেহ মায়া ভালোবাসা প্রেমে কোনটিতেই ঘাড়তি নেই তার। প্রবীনদের সাথে নবীন লেখকদের মেলবন্ধন সৃষ্টিতে তাঁর ভূমিকা অনস্বীকার্য।

শামিমরুমি টিটন গ্রামের মাটিতে জন্ম নিলেও রাজধানীর লেখক হিসেবে পরিচিত। তবে গ্রামীণ জনজীবনের প্রতি বরাবরই অকৃত্রিম টান অনুভব করেন। শুধু তাঁর গ্রাম নয়, পুরো দেশটা তিনি চষে বেড়িয়েছেন বারবার। রাজধানীর ধানমন্ডিতে তাঁর নিজ বাড়ির নাম লিখেছেন “প্রাকৃতজ ভূবন”।

“আমাদের আদর্শিক পথ খুঁজে পাওয়ার জন্য। ব্যক্তি ও পেশাগত সত্তার বিকাশে যে উচ্চতর নৈতিক ও মানবিক আদর্শের প্রয়োজন হয়, তার জন্য আমাদেরকে বার বার ফিরে যেতে হবে বর্তমান সময়ের এই উজ্জ্বল আলোয়স্নাত জ্যোতির্ময় কবি প্রাকৃতজ শামিমরুমি টিটনের কাছেই।

তিনি পেশাগত জীবনে সাংবাদিকতা করেছেন স্বনামের সঙ্গে। এছাড়াও তিনি একজন লেখক, প্রকাশক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা প্রতিষ্ঠান দি এ্যাটলার্স হাউস ও সেবা প্রিন্টার সহ একাধিক প্রতিষ্ঠানের পরিচালক। লিখেছেন- স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের অসংখ্য পাঠ্য পুস্তকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ গ্রন্থ। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের একমাত্র পাঠ্য পুস্তক উচ্চাঙ্গ সঙ্গীত ও লঘুসঙ্গীতের লেখক।

পরিশেষে “জ্যোতির্ময় কবি” প্রাকৃতজ শামিমরুমি টিটনের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর জীবনের সর্বাঙ্গীন সফলতা কামনা করি এবং দোয়া করি আল্লাহ তায়ালা যেন তাঁকে দীর্ঘায়ু দান করেন আমীন