ইচ্ছে ক’রে আসো যদি
উষ্ণ জলে গা ভেজাবো
ঠোঁটে ঠোঁটে ঠোঁট মিলিয়ে
আঁধারে চাঁদ জাগাবো।
ইচ্ছে ক’রে আসো যদি
মরুর বুকে ‘না’ ভাসাবো
দুঃখ গুলো জড়িয়ে দু’জন
সুখের গাঙে ঘর বানাবো।
ইচ্ছে ক’রে আসো যদি
উষ্ণ জলে গা ভেজাবো
ঠোঁটে ঠোঁটে ঠোঁট মিলিয়ে
আঁধারে চাঁদ জাগাবো।
ইচ্ছে ক’রে আসো যদি
মরুর বুকে ‘না’ ভাসাবো
দুঃখ গুলো জড়িয়ে দু’জন
সুখের গাঙে ঘর বানাবো।