রবিবার , ২৮ জুলাই ২০১৯ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. article
  2. Artist
  3. কবিতা
  4. কলাম
  5. গল্প
  6. গুণীজন

অধরা-১৫

প্রতিবেদক
রুদ্র আমিন
জুলাই ২৮, ২০১৯ ১১:১৯ পূর্বাহ্ণ

ভালোবাসবো না, তবুও ভালোবেসে ফেলি
কখনো অবিশ্বাসী মনে হলে নিজে নিজেই চলি;
বলি; তুমিও সেটাই করো যেটা আমি করি।

প্রতারণা করো না, যন্ত্রণা যতো পারো দাও
দূরে চলে যাবে বেশ ভালো ইচ্ছে খুশি যাও
মনে রেখো,
ভালোবাসা মানেই অক্সিজেন, অভাবে মহামারি
স্মৃতি আছে তুমি নেই তবুও আসবে কেউ…