তোর কারণেই মৃত্যু আমার মরণ ভুলে যায়
তোর কারণেই মরা বৃক্ষ আবার প্রাণ যে ফিরে পায়
তোরে ছাড়া এই আমাকে বড্ড মিছে মনে হয়
সখী তুই বলনা, প্রেমকাননে ক’বার জন্ম নেয়া যায়?
তোর কারণেই মৃত্যু আমার মরণ ভুলে যায়
তোর কারণেই মরা বৃক্ষ আবার প্রাণ যে ফিরে পায়
তোরে ছাড়া এই আমাকে বড্ড মিছে মনে হয়
সখী তুই বলনা, প্রেমকাননে ক’বার জন্ম নেয়া যায়?