আমি তো চাইনি প্রধানমন্ত্রীত্ব, চাইনি কোনো ক্ষমতা
ভাইকে ভাই, বোনকে বোন বলেই ডেকেছি, জেনেছি
বিশ্বাস করেছি চন্দ্র সূর্যের মতো, তবুও ওরা বুকের মাঝে
গুলির পর গুলি চালালো, একে একে হত্যা করলো পরিবার
তবুও নিভু নিভু নিঃশ্বাস চলছিলো, ছায়ার মতো তখনো কিছু অনুভব হচ্ছিলো
অবুঝ শিশুর আত্মচিৎকার, বাবা… বাবা… আমি বাবাকে দেখতে চাই
কে যেন ডাকছিলো, বোধের ঘরে বোধহীন হয়ে সিড়িতে পড়ে ছিলাম, তবুও শুনছি
আমার মা কোথায়! কোথায় আমার ভাই, আমি ওদের কাছে যেতে চাই
হাতটি ধরে একে একে সবাইকে দেখিয়েছিলো ওরা, পরিশেষে
আমার বাবা কোথায়, আমি বাবার কাছে যেতে চাই, পূর্ণ হলো সে আশা, তখন
গ্রীষ্মের আকাশ ভেঙে ঝরছিলো নোনা জলের বান, বজ্র হুংকার হচ্ছিলো কণ্ঠস্বর
তখনো কর্ণপাত হচ্ছিলো, বাবা বলে কে যেন ডাকছে আমায়, কিন্তু পারিনি
শেষ রক্ষাটুকু করতে পারিনি, বাবা রাসেল, কলিজার টুকরো বাবা আমার,
তাকে একে একে আঠারটি মৃত্যুর চিড়িয়াখানা দেখিয়ে হত্যা করলো ওরা
মৃত্যু কি আর তখন বেঁচে থাকে ? ওটাই ছিলো আমার শেষ নিঃশ্বাস,
বাংলার ভবিষ্যৎকে গলাটিপে হত্যা।