ঈদ মানে ঈদ নয়,
ঈদ মানে উদাস মনে আকাশ দ্যাখা
নিখোঁজ মলিন হাসি।
ঈদ মানে ঈদ নয়,
ঈদ মানে অতীত বাণী বুকে চেপে
সান্ত্বনার মনে ফাঁসি।
ঈদ মানে ঈদ নয়,
ঈদ মানে গরীব বাবা’র অতৃপ্ত মনে
অপূর্ণতা রাশিরাশি।
ঈদ মানে ঈদ নয়,
ঈদ মানে আকাশ পাতাল ব্যবধানের
আগাম বৈষম্য সূচি।