যথেষ্ট হয়েছে
ঝড়ো দিনে
গূঢ় অন্ধকার
রাতের আহত তাপে
নদী মেঘ কাঁপে
দেহ চিল ডুবুরীর।
ফুল আর কাঁটা
লেগে থাক গায়
সুখ আর দুখ
পূর্ণ জীবন ব্যঞ্জনায়
শহরের বিবর্ণ গলি
আমি ও আমার কবিতায়।
যথেষ্ট হয়েছে
ঝড়ো দিনে
গূঢ় অন্ধকার
রাতের আহত তাপে
নদী মেঘ কাঁপে
দেহ চিল ডুবুরীর।
ফুল আর কাঁটা
লেগে থাক গায়
সুখ আর দুখ
পূর্ণ জীবন ব্যঞ্জনায়
শহরের বিবর্ণ গলি
আমি ও আমার কবিতায়।