একদিন এবুকে বসন্ত ছিলো
ফুরফুরে বাতাসের গায়ে যেমন লেগে থাকে আল্পনা
সবুজের গায়ে যেমন লেগে থাকে নিথর ভালোবাসা
কবি’র লেখনীতে যেমন থাকে ছন্দবদ্ধ উল্লাসের মিছিল
ঠিক তেমনি।
আজ কিচ্ছু নেই!
আঙ্গুলে ভাঁজে পুড়ছে যৌবন, কালো দীর্ঘশ্বাসে
ভেসে যাচ্ছে স্মৃতির পাল তোলা নৌকা;
নীলাকাশ, সেই বেলীর তারুণ্য, কোকিলের বাউন্ডুলে মিছিলে
আজ আর সুর নেই..
আজ শুধুই পারো নাভীর ভাঁজে আগুন জ্বালাতে।
মনে পড়ে কি অধরা?
অথচ একদিন সেই আগুনে ঝাঁপ দিতেও কোন ভয় ছিলো না
এইতো সেদিনও স্বপ্ন দেখিয়ে বলেছিলে, এবুকে একাকাশ ভালোবাসা
এক মন বিশ্বাস শুধুই আমার জন্য!
নিঃস্ব এবুকে আজ আর কিছুই নেই অবশিষ্ট
হয়তো সময় ডাকছে, আঁধার নেমে আসছে
এখন তোমাকে নয় নিদ্রার অপেক্ষায় থাকি
ভালো থেকো, ভালো থাক ভালোবাসা, ভালো থাক পৃথিবী।