বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০১৯ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. article
  2. Artist
  3. কবিতা
  4. কলাম
  5. গল্প
  6. গুণীজন

অব্যক্ত কথা

প্রতিবেদক
রুদ্র আমিন
আগস্ট ২২, ২০১৯ ১২:০২ অপরাহ্ণ

সেই তো কথা
কেউ বুঝে, কেউ বুঝেনা
মনের শত ব্যথা

ডাক্তারকে ডাক্তার ডাকে
ইঞ্জিনীয়ারকে ইঞ্জিনীয়ার
শিক্ষককে শিক্ষক বলে
সকল উপাধি পেশার

তবে ক্যানো আমার বেলায়
কামার, কুমার, মুচি, তাঁতী
দিবানিশি মাগী বুলায়?

কোন শালারা লালার ঝোকে
যায় না পতিতালয়,
সব শালারা এক একটা
ধূসর মাগীর দালাল

চেটে পুটে এটো ক’রে
মুখটি লুকায় টিস্যুর ঘরে
টক শো আর সেমিনারে
খুঁজে মাগীর দালাল

সেই তো কথা
মাগীর ঘরে পুরুষ এলেই
নারীর যত জ্বলা

কেউ বুঝে কেউ বুঝেনা
বিনে সুতোর মালা।