শনিবার , ২৪ আগস্ট ২০১৯ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. article
  2. Artist
  3. কবিতা
  4. কলাম
  5. গল্প
  6. গুণীজন

গান: পুরুষ নির্যাতন আইন চাই (ভিডিও)

প্রতিবেদক
রুদ্র আমিন
আগস্ট ২৪, ২০১৯ ১০:২২ পূর্বাহ্ণ

নারীতে নাড়ীর নিশ্চিত হোক
যারা ভাঙে নিরবে পুরুষ মন
অধিকারের নামে যারা রাজপথে দ্যায় স্লোগান
তারা জানে না, বুঝে না আসলে কি তার আহবান

সবাই এক সাথে বলি, সবাই একসাথে বলি
পুরুষ নির্যাতনের একটা শক্ত আইন চাই,
চাই চাই, পুরুষ নির্যাতনের শক্ত আইন চাই
নারীতে নাড়ি নিশ্চিত হোক।।

পুরুষ অধিকার ফাউন্ডেশন
থাকছে বারবার মানববন্ধন
চলো একসাথে যাই, চলো একসাথে যাই
রুদ্র নয়ন দয়ার সাথে আছে অনেকজন
চলো একসাথে যাই
পুরুষ নির্যাতনের একটা শক্ত আইন চাই

যারা ভাঙে পুরুষ মন
তারা স্বাভাবিক নয় সৃজন
তারা অসুস্থ, নিজেই ভাঙে নিজের সাজানো কানন
চলো একসাথে যাই
পুরুষ নির্যাতনের একটা শক্ত আইন চাই

পুরুষ অধিকার ফাউন্ডেশনে
দিকনির্দেশনায় এ্যাডভোকেট তানভির আছে
ফেসবুক স্টার লিটন গাজী আছে
সকল শ্রেনী পেশার মানুষ সংপৃক্ত আছে
পুরুষ আইনের পক্ষে গান লিখছি আমি রুদ্র আমিন
এসো একসাথে গাই, এসো একসাথে গাই
পুরুষ নির্যাতনের একটা শক্ত আইন চাই।

ঘরে বাইরে চলছে পুরুষ নির্যাতন
করছে নারী, নারীর আইনের অপব্যবহার
আর নয় নিরবে নিষ্পেষিত চার দেয়ালের নিথর কান্না
অধিকারে অধিকারে ভাসিয়ে নিচ্ছে মায়া বেখেয়ালি বন্যা
হোক শক্ত আইন, হোক শক্ত আইন
পুরুষ নির্যাতনের একটা শক্ত আইন।