অধরা,
বলো তো দেখি পৃথিবীর আয়ু কতো দিনের?
কতোদিন হারালে সৌন্দর্য বুঝতে পারে পৃথিবীর আয়ু?
আমি জানতে চাই, কতোটা সৌন্দর্যে অর্বাচীন হয় ভালোবাসা?
আর কতোটা সময় অতিক্রান্ত হলে টলমল করে নোনাজল?
এতোটা বছর পর, আধারির আঁধার কুটিরে ক্যানো
নিঃসঙ্গ বসে আছো অধরা?
কোথায় তোমার বিশ্ব সুন্দরী খেতাবপ্রাপ্ত সুন্দরীরা?
দাঁত লড়েছে, বাঁত ধরেছে, মেরুদণ্ড চাঁদ সেজেছে!
তবুও কী সন্ধান পেলে পৃথিবীর আয়ু কতো দিনের?
একটিবার ভেবে দ্যাখো,
সময় আজও আগের মতো; দিন পেরুলে রাত সাজে।
আর পৃথিবী? সে এক সফল প্রেমিক সময়ের নিয়মে।
আজ তোমাকে দেখে মনে হয় পাপ ও অহংকারের
অপর নাম সৌন্দর্য!