সোমবার , ২৩ সেপ্টেম্বর ২০১৯ | ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. article
  2. Artist
  3. কবিতা
  4. কলাম
  5. গল্প
  6. গুণীজন

অধরা-১৯

প্রতিবেদক
রুদ্র আমিন
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ২:৪৯ অপরাহ্ণ
অধরা-১৯

শীত ও গ্রীষ্মের ভয় দেখিও না,
জমাট বাধা বরফের চেয়েও কঠিন পদার্থ হলেও ভয় নেই
যদি বুকের ছাতিতে একটু নিশ্চিত মুখ লুকাতে দাও, ক্যানোনা
পৃথিবীতে শীত ও গ্রীষ্ম বলে তোমাকেই জানি।