বাবা, ও বাবা
কই নিয়া যাও?
আমার জন্য চকলেট কিনা আনছো?
আপুরে ডাক দিওনা, আমি একাই খামু।
রাতের গহীনতায় রাতের সাক্ষী ঝিঝি পোকা আর
নিম পাখি নিম নিম করে ডাকছে
ঘুমন্ত তুহিন বাবার কোলে, নিশ্চিত নিরাপত্তার আশায়,
চোখ মেলতেই – বাবা, ও বাবা
আমার দম বন্দ হয়ে আসছে, আমি মা’র কাছে যামু
মরে গেলাম, মরে গেলাম; ও মা, ও আপু
আমাকে বাঁচাও বাবা আমাকে মেরে ফেললো।
বাবার কোলে তুহিন ঝটফট করতে করতে
বাবার পরিচয় জানিয়ে পৃথিবীকে জানালো বিদায়!
মৃত্যু নিশ্চিত, এবার কসাই তার কাজটি করলো
ধারালো অস্ত্র তিন ফুটের ছোট্ট দেহে বাসা বাধলো
রাতের সাক্ষী পশু পাখি গুলো ও নিথর হয়ে গ্যালো।
অতঃপর,
স্বার্থ ও লোভ লালসায় শিশুরাও নিরাপদ নয় পিতামাতার কোলে!