শনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. article
  2. Artist
  3. কবিতা
  4. কলাম
  5. গল্প
  6. গুণীজন
আমিনুল ইসলাম রুদ্র

কবিবৃক্ষ -২

মাঝে মাঝে ভাবি চাকরিটা ছেড়ে দিবো, ইদানিং এমন ভাবনা প্রায় আমাকে কুড়ে কুড়ে খায়, আনমনে হেসে বলি– কোম্পানীর চাকরি আমি ছেড়ে দিবো? না, ছেড়ে দেয়ার ভাবনায় সে-ই আমাকে ছেড়ে দিবে!…

Aminul Islam Rudra Poet

কবিবৃক্ষ- ১

কবি হতে ইচ্ছে করে, ইচ্ছে করে কবিতার আঙ্গিনার কোন এক কোণে মাতৃআচঁলে ঘুমিয়ে পড়ি শুনেছি সমৃদ্ধ কবিতা মানুষকে মানুষ করে গড়ে তোলে সত্যকে সত্য, মিথ্যেকে মিথ্যে আর অন্যায়ের প্রতিবাদী হতে…

কে আমি?

যেদিন দেখবে, বুঝবে চারপাশে মিথ্যে আর স্বার্থের হিংস্রতা স্বর্ণলতার মতো বাসা বাঁধছে; সামান্য সফলতাকে দেখানো হচ্ছে পৃথিবী জয়ের দৃষ্টান্তে আর একটু অভাবকে বুঝানো হচ্ছে ৪৩ কিংবা ৭৪ এর মহামারী করে...…

একদিন মৃত্যুও যাবে মরে…

একদিন মৃত্যুও যাবে মরে… শহর-নগর-পল্লীর কোথাও বাঁজবে না কান্নার আবেগী সুর বধির-অন্ধরাও দেখবে, শুনবে নির্বাসিত আলো, ঢেউয়ের উম্মাতাল চিৎকার অসময়ে বেঁজে উঠবে সময়ের আযান, কেটে যাবে ঘোর ঘুম ভাঙবে সমুদ্রের,…

এ জীবন আমার নয়

আশ্বাস পেলে ঘোর শত্রুর সাথে মিত্রতার সনদে দিতে পারি সই এখন শুধু মনের মাঝে তুমি ছাড়া আর নেই কেউ, আকাশে মেঘেদের লুটোপুটি খেলা আছে, জলে আছে মাছ বাড়ির উঠোনে এখন…

অবয়ব

অবয়ব, একটি দুঃস্বপ্ন!

অনিচ্ছা স্বত্বেও সেদিন গিয়েছিলাম অন্ধগলির সেই অভিশপ্ত কামরা'য়, তোমাকে ছুঁতে পারিনি বলে ধিক্কার দিয়ে বলেছিলে "আমি একটা কাপুরুষ"। প্রত্যুত্তরে কিছুই বলতে পারিনি সেদিন, রুলারে পিষ্ঠ হওয়ার মতোই নুয়ে পড়েছিলো মাথাটা;…

প্রত্যাবর্তন

প্রত্যাবর্তন

আমাকে পাপের সমুদ্রে ডুবিয়ে ব্যস্ত বিকেলে ভিন্ন ঠোঁটে ঠোঁট মেনে নেয়া যায় না সই। রাত ঠেলে যেমন প্রভাত তেড়ে আসে একটু রোদেল আলোর স্পর্শের আশায়, ঠিক তেমনি এসেছিলাম... আমি তোকে…

বলতে পারো পৃথিবীতে ভালো কে?

মুসলিম খারাপ, খ্রীষ্টান খারাপ, খারাপ বৌদ্ধ-হিন্দু আচ্ছা বলতে পারো পৃথিবীতে ভালো কে হারিয়ে নিন্দুক? হুজুরেরা খারাপ, ধর্ম নিয়ে কথা বললেই মন খারাপ, সম-অধিকারের বিপক্ষে যারা তারা খারাপ, রাজনীতিকেরা খারাপ, সাহিত্যিকেরা…

ইছামতির চরেই তোর লগে থাকতে চাই

আমারে আর জ্বালাইস না তুই ইছামতির চরেই তোর লগে থাকতে চাই, ঘর বান্বার চাই.... আমি তোর লগেই যাইবারই চাই স্বপ্ন দেহাইয়া আসমান জমিন ভাগ করিস না এমন কইরা আমারে আর…

বলার ছিলো অনেক কিছুই

আমি মুখ খুললেই বেজার পৃথিবী

বলার ছিলো অনেক কিছুই বলতে পারি না আমি মুখ খুললেই বেজার পৃথিবী বেজার মন্ত্রীসভা আমি মুখ খুললেই শকল নারী হয়ে ওঠে কলঙ্কিনী, পুরুষেরা ধর্ষক-নরপিশাচ আমি মুখ খুললেই সমাজপতিরা অতি অন্ত্যজ,…