আদুরি আদুরি, পাশে বসে এমন কেউ হাতে হাত রেখে যদি বলতো চলো আজ দু’জনা সংস্কৃতির কোনো এক সন্ধ্যায় হারিয়ে যাই ; জেনে রেখো, জলোচ্ছাস, সুনামী, কাল বৈশাখীর তর্জন গর্জন উপেক্ষা…
আমি কখনো কবি কখনো তুলি কখনো ভাস্করের জীবন্ত নদী। আমি কখনো মানুষ কখনো না-মানুষ কখনো ভালবাসার ছবি। আমি কখনো প্রেমিক কখনো জল কখনো ছায়ায় বিদ্রোহী। আমি প্রেমিকের নিশানায় দৃষ্টি অনলে…
যথেষ্ট হয়েছে ঝড়ো দিনে গূঢ় অন্ধকার রাতের আহত তাপে নদী মেঘ কাঁপে দেহ চিল ডুবুরীর। ফুল আর কাঁটা লেগে থাক গায় সুখ আর দুখ পূর্ণ জীবন ব্যঞ্জনায় শহরের বিবর্ণ গলি…